চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডের ডায়াবেটিস হাসপাতালের সামনে নির্মিত প্রথম অত্যাধুনিক এস্কেলেটর ওভারপাস ব্রিজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, আবিদা আজাদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন, সহকারী প্রকৌশলী গোফরান, উপ-সহকারী প্রকৌশলী অলি আহমদ ও মোহাম্মদ ফরিদ আহমদ প্রমুখ।
পথচারিদের রাস্তা পারাপারে নিরাপত্তার জন্য চসিক নগরের জাকির হোসেন রোডে নির্মিত হয়েছে আধুনিক এ্যাস্কেলেটর ওভারপাস ব্রিজ। প্রায় তিন কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটির দৈর্ঘ্য ৬৫ ফুট ও প্রস্থ ৯ ফুট। ফুটওভার ব্রিজটিতে ওঠার জন্য দু’টি এস্কেলেটর লাগানো হয়েছে এবং নামার জন্য রাখা হয়েছে ম্যানুয়েল সিঁড়ি।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ওভারপাস ব্রিজ এখানে খুবই জরুরি। দীর্ঘদিন এখানে ওভারপাস করার জন্য সাধারণ মানুষ দাবি ছিল। ব্যস্ততম এই সড়কে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতো। এই ফুটওভার ব্রিজ নির্মিত হওয়ায় সাধারণ মানুষ ও চলাচলরত পথচারী নির্ভয়ে রাস্তা পারাপার হতে পারবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল