চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. শামীম এবং দোলোয়ার হোসেন। শুক্রবার গভীর রাতে নগরীর বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজীদ থানার ওসি প্রিটন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ-সেলিম