নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক বস্তিঘর পুড়ে গিয়েছে। এতে ওই বস্তিবাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস। সোমবার ভোর সোয়া ৫টার দিকে রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে উঠা এসআর বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে কয়েকঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আজিজুল ইসলাম।
তিনি বলেন, ভোর ৫টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নগরীর আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও বন্দর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি সেখানে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু বস্তিঘর পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
এদিকে মাদারবাড়ির স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, রেলের এ বস্তিতে নিন্ম আয়ের লোকের বাসবাস ছিল। তারা অনেকটা অবৈধভাবেই থাকতো সেখানে। বস্তির অনেকেই দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার /ফারুক তাহের