চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের জন্য ২৬ লাখ টাকায় নির্মিত পাকাঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ সময় ৪১ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধার ঘরসহ ২৬ কোটি ১৭ লাখ ৩৩ হাজার টাকার বাস্তবায়িত প্রকল্পগুলোর উদ্বোধন করেন। এর মধ্যে আছে ১৬৪টি সড়কের উন্নয়ন, ৩টি সেতু, ৫ হাজার ৯০০ ফুট দৈর্ঘ্যরে ৪টি গাইডওয়াল নির্মাণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ, শাহীনুর বেগম, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া, চসিক নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, প্রকৌশলী আশিকুর ইসলাম, মো. আলী, মুক্তিযোদ্ধা সালেহ জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল মাহমুদ প্রমুখ।
সিটি মেয়র বলেন, ‘২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থবছরে আমার দায়িত্ব পালনকালীন দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড এলাকায় ১৪৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকার উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, এডিপি, থোক বরাদ্দ বাবদ অর্থ সহায়তায় ওয়ার্ডে এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে ওয়ার্ড এলাকার উন্নয়নে আরও ৫৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/ রেজা মুজাম্মেল