চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পিকআপভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা লাশ তিনটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পাথর বোঝাই ট্রাকটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
বিডি প্রতিদিন/ফারজানা