চট্টগ্রাম নগরে অভিজাত হিসাবে খ্যাত মডেল ফার্মেসিগুলো। কিন্তু এখন এসব মডেল ফার্মেসিতেও অনিয়ম ধরা পড়ছে। চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের কিউপিএস-৩ এবং কিউপিএস-৪ ফার্মেসিতে অভিযান চালিয়ে অননুমোদিত ওষুধ পাওয়া, ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টের অনুপস্থিতি ও ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করায় দু’টি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও কাজী তাহমিনা সারমিন অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘অভিযানে কিউপিএস-৩ ও কিউপিএস-৪ ফার্মেসি থেকে অনুমোদনহীন ওষুধ পাওয়া, ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকা ও ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনা মতে জনস্বার্থে জীবন রক্ষাকারী ওষুধ নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/ রেজা মুজাম্মেল