চট্টগ্রামে বৃহষ্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব মেলা। দূষণমুক্ত শহর গড়তে মেলা উপলক্ষে বের করা হয় সচেতনতামূলক সাইকেল র্যালি। বুধবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে র্যালিটি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবারো স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী প্রমুখ।
পূর্বকোণের সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘দূষণমুক্ত নগর গড়তে সাইকেল হতে পারে পরিবেশবান্ধব একটি যানবাহন। নগরের যানজট নিরসনে যাতায়াতের বিকল্প হিসেবেও ভূমিকা রাখতে পারে এটি। সাইকেল র্যালির ইতিবাচক বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে।’
আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, ‘দূষণমুক্ত শহর গড়তে হলে সাইকেলের যে অনেক বড় প্রয়োজন রয়েছে তা সবাইকে বুঝতে হবে। এ বিষয়ে সবাইকে হতে হবে সচেতন। রিহ্যাব যেহেতু স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে কাজ করে সেজন্য মেলার উদ্বোধনের আগে এ রকম একটি সচেতনতামূলক কর্মসূচি পালন করেছি আমরা। এমন আয়োজনে সাধারণ মানুষের দারুণ সাড়া পেয়েছি।’
জানা যায়, আজ নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’ এ স্লোগানে আয়োজিত আবাসন মেলায় এবার ৫৫টি প্রতিষ্ঠানের ৭৩টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় একবার প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা এবং ১০০ টাকা মূল্যের মাল্টিপল টিকেটে চারবার প্রবেশ করা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল