চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ছয় যাত্রীর কাছ থেকে ৯টি স্বর্ণের বার ও সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১ কেজি ৫৩ গ্রাম। বৃহস্পতিবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানা যায়।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, ‘৩ যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিতে ঘোষণা বহির্ভূতভাবে এসব বার ও সিগারেট আনা হয়েছিল। উদ্ধারকৃত স্বর্ণ ও সিগারেটের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি-প্রতিদিন/শফিক