চট্টগ্রামে সম্মেলন ছাড়া কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। শুক্রবার বিকেলে নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড় এবং চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ করে তারা।
জানা যায়, বৃহস্পতিবার ঘোষিত ডবলমুরিং থানা ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিকে শুক্রবার বিকেলে দেওয়ানহাট মোড় থেকে মিছিল নিয়ে চৌমুহনী এলাকায় অবস্থান নেয় পদবঞ্চিত ছাত্রলীগের নেতারা। সেখানে অবস্থান করে তারা বিক্ষোভ করে। একই সময় ছাত্রলীগের অপর দুটি অংশ বহদ্দারহাট এবং কাপ্তাই রাস্তার এলাকায় বিক্ষোভ করে।
বিক্ষোভকারী ছাত্রলীগ নেতা কর্মীদের অভিযোগ, সম্মেলন ছাড়া ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ডবলমুরিং থানা এবং চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। তারা অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত ছাত্রলীগ নেতারা।
বিডি-প্রতিদিন/শফিক