দীর্ঘদিন দেশের বাইরে পালিয়ে থাকা দুর্ধর্ষ শিবির ক্যাডার সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে কাতার থেকে দেশে ফিরে আসেন চট্টগ্রামের অন্যতম এ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা রয়েছে।
সিএমপি’র বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, বিদেশ থেকে ফেরার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে শিবির ক্যাডার সারোয়ার হোসেনকে। তাকে চট্টগ্রামে নিয়ে আসার জন্য ঢাকায় একটি টিম পাঠানো হয়েছে।
দুর্ধর্ষ শিবির ক্যাডার সারোয়ার বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন কাতারে অবস্থান করলেও দেশের অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন। ওইখানে বসে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েক মাস আগে কাতার পুলিশের হাতে গ্রেফতার হন সরোয়ার। এরপর তাকে দেশে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ-সেলিম