অভিনব কায়দায় সাপের বক্সে করে ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে লোহাগাড়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- অহিদুল ইসলাম এবং আশরাদ মিয়া।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে ইউনিক পরিবহণের একটি গাড়ি আটক করা হয়। ওই গাড়িতে থাকা দুই সাপুড়ের বক্স থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম