চট্টগ্রামের রাউজানের উরকীর চর ইউনিয়নের হাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে নুরুল আজম চৌধুরী (৬৮) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উরকীর চর ইউনিয়নের হাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি একজন মুক্তিযোদ্ধা বলে জানান স্থানীয়রা। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল আজম চৌধুরীর গলা কাটা মরদেহ উদ্ধার করে। কি কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
রাউজান থানা ছাড়াও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন