শ্রদ্ধা ও ভালোবাসায় ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির এই নেতা ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
শনিবার ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চট্টগ্রামের রাউজানের কদলপুরে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয় প্রয়াত ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর সমাধি। সকালে স্থানীয় সমাধিস্থলে কোরআন খতম ও দোয়া কামনা করা হয়।
পরবর্তীতে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা খোরশেদ আলম সুজন, বন ও পরিবেশ সম্পাদক জননেতা মশিউর রহমান চৌধুরী, জননেতা জামশেদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, নুরুল কবির, ঢামেকসু এর সাবেক ভিপি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, সরকারী সিটি কলেজ ছাত্রসংসদের ভিপি আবু তাহের, সিটি কলেজ বৈকালিক শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল খালেক সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির এই নেতা ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মস্তিষ্কের ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা