চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকা থেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেললাইনের পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই মিলন বলেন, দেহ থেকে মাথাবিচ্ছিন্ন অবস্থায় আমরা লাশটি পেয়েছি। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে বিষয়টি বিস্তারিত জানার জন্য পুলিশের একটি টিম কাজ করছে।
মস্তকবিহীন লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান জিআরপির এসআই মিলন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম