চট্টগ্রাম নগরের নিউ মার্কেট ও কোতোয়ালী এলাকার অধিকাংশ মানুষের মুখেই নেই মাস্ক। কারো মাস্ক মুখের নিচে, কারো মাস্ক পকেটে কিংবা কারো মাস্ক হাতে। তবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দেখে কেউ দ্রুত পকেট থেকে মাস্ক পরে, কেউ শার্ট দিয়ে, কেউ গামছা দিয়ে, কেউ হাত দিয়ে মুখ ঢাকছে, কেউ পালিয়ে যাচ্ছে।
আজ বুধবার সকাল ১১ট থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, রেজওয়ানা আফরিন ও নুরজাহান আক্তার সাথীর নেতৃত্বে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মাস্ক পরিধান না করার কারণে কোতোয়ালি এলাকায় ৫৩ ব্যক্তিকে ৯ হাজার ৩৩০ টাকা, জামাল খান ও জিইসি মোড় এলাকায় ২০ জনকে ১ হাজার ৫০০ টাকা ও দামপাড়া এলাকায় সাতজনকে ৪৭০ টাকা জরিমানা করা হয়। এসময় মাস্কহীনদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করতে প্রতিনিয়তই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে ঘুরাঘুরি করছে, যা স্বাস্থ্যবিধির সম্পূর্ণ লঙ্ঘন। ফলে নিজেকে ও অন্যকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। অভিযানে দেখা যায় বিভিন্ন পেশার মানুষ, দোকানদার, চাকরিজীবী, চালক, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষও মাস্ক পরিধানে অবহেলা, অবজ্ঞা করছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর