চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার জাম্বুরি মাঠ সংলগ্ন ফরেস্ট কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনি, সোনালি ব্যাংক স্টাফ কলোনি ও সোনালি ব্যাংক অফিসার্স কলোনি আবাসিক এলাকায় পানির সংকট চলছে।
গত সাতদিন ধরে এসব আবাসিকে ওয়াসার পানি পাচ্ছে না গ্রাহকরা। ফলে পানির সংকটে দৈনন্দিন কার্যক্রমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ওয়াসা বলছে, এখানে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে ওয়াসার পানির চারটি সরবরাহ পাইপ লাইন কাটা পড়ছে। ফলে এসব এলাকায় পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভুক্তভোগী বাসিন্দারা বলেন, গত সাতদিন ধরে এখানকার চারটি আবাসিক কলোনিতে পানি নেই। পানি না থাকায় আমরা নানাভাবে ভোগান্তির মুখোমুখি হচ্ছি।
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রউফ বলেন, ‘ফরেস্ট কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনিসহ সংলগ্ন আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হয়েছে এমন চারটি পাইপ চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কাটা পড়ছে। ফলে এখানে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে আমরা জলাবদ্ধতা নিরসন প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গতকাল বৃহস্পতিবার পানি সরবরাহ চালু করার উদ্যোগ নিয়েছি।’
বিডি প্রতিদিন/আবু জাফর