সাগরপথে চট্টগ্রামে আসা ইয়াবার একটি বড় চালান আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক ও এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে চান্দগাঁও থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. সোহেল। তার বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। রবিবার ভোরে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে ইয়াবার এই চালানটি আটক করা হয়।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করার পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। এতে বেরিয়ে আসে প্রায় দেড় লাখ ইয়াবা। এ সময় বড় এই মাদকের চালানটি খালাস করার দায়িত্বে থাকা সোহেল নামের এক যুবককে আটক ও ইয়াবাসহ ট্রলারটি জব্দ করা হয়।
তিনি বলেন, আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিয়ানমার থেকে এই চালানটি কারা এনেছে এবং এর গন্তব্য কোথায়, বিষয়গুলো বের করার চেষ্টা চলছে। এরপর জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/এমআই