এক দলীয় শাসন ব্যবস্থা থেকে দেশবাসীকে মুক্ত নিজের পক্ষে ভোট চাইলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
আজ রবিবার বিকালে নগরীর দুই নম্বর গেইট এলাকায় জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে। জনগণের অধিকার কেড়ে নিয়েছে। যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা ফ্যাসিজমের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তা থেকে মুক্ত হতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সবাইকে কাজ করতে হবে।
চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এতে বক্তব্য রাখেন জাসাস নেতা জসিম উদ্দিন চৌধুরী, শেখ জামিল হোসেন, নজরুল ইসলাম তুহিন, ফজলুল হক মাসুদ, ওমর আলী মুন প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর