করোনা পরিস্থিতির মধ্যে নারী-পুরুষ, শিশু সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্কতার মধ্যে থেকেই আমাদের এই যুদ্ধে জয়লাভ করতে হবে। তা নাহলে যে কোনো সময় আমরা ঝুঁকির মধ্যে পড়তে হবে।
রবিবার সন্ধ্যায় নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ডের আমিন জুট মিল এলাকায় সাধারণ মানুষের কাছে মাস্ক বিতরণকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনেও ভোট কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই ভোটারদের মাস্ক পরে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভোট দিতে হবে। কারণ, মানুষের জন্যই রাজনীতি, মানুষের জন্যই ভোট। আগে মানুষকে বাঁচতে হবে, মানুষকে বাঁচাতেও হবে। তাই সতর্কতা অবলম্বন করেই প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যেতে হবে।
এর আগে তিনি নগরীর ৫ নং মোহরা ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী বৈঠকে মিলিত হন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে এবং চট্টগ্রাম সিটির বিশেষ করে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনসহ যে সমস্ত বড় বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেসবের সফল বাস্তবায়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
দলীয় এই নির্বাচনী বৈঠকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার