চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নবনির্মিত জেবি ইটভাটা ও এসএনবি নামের দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও একই এলাকার এফবি ইটভাটার লাইসেন্স নবায়ন না থাকায় তিনলাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দীন, অতিরিক্ত উপ পরিচালক আফজারুল ইসলাম, ফটিকছড়ি নির্বাহী কর্মকর্তার মো. সায়েদুল আরেফিন প্রমুখ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের অবৈধ ইটভাটাগুলো ভেঙে ফেলা হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফটিকছড়ি প্রায় ৪১টি অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙে দেয়া হবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বনবিভাগের ছাড়পত্র প্রয়োজন। কিন্তু অনেক ইটভাটার এসব অনুমতি নেই। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার