চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা দেওয়ানহাটের বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে মেহেরুন্নেসা (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার জানে আলমের মেয়ে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার করেছে বলে জানান ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি খতিয়ে দেখছেন বলে জানান উপ-পরিদর্শক নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/আবু জাফর