বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন'র (বিপিসি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৮৮টি পরিবারের হাতে শীতবস্ত্র বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিপিসি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পরিবারের সদস্যের হাতে চেক হস্তান্তর করা হয়। বিপিসি চেয়ারম্যান (সচিব) আবু বকর ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব অনুদান হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) মেহেদি হাসান, পরিচালক (অর্থ) শহীদুর রহমান, পরিচালক (বিপণন) মো. সামসুদ্দোহা ও সিনিয়র মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে বিপিসি চেয়ারম্যান (সচিব) আবু বকর ছিদ্দিক বলেন, ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষ উপলক্ষ্যে আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে কর্মচারীদের পরিবারের জন্য শীতবস্ত্র বিতরণও একটি কর্মসূচি। মুজিববর্ষ উপলক্ষ্যে আমাদের আরও বর্ণিল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার