চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পু উল্টে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচর এলাকায়। তিনি আতুরার ডিপো এলাকার আমিন কলোনীতে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মৃত শহিদুল ইসলাম।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) নুর নবী বলেন, রৌফাবাদে একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় তিনজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার