চট্টগ্রামকে পর্যটকবান্ধব নগরী হিসাবে গড়ে তোলার যে সুযোগ রয়েছে, তা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা থাকবে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রামের যে অপার সম্ভাবনা রয়েছে নির্বাচিত হলে সেদিকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বুধবার বিকালে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় তিনি আরো বলেন, মহিউদ্দিন চৌধুরীর মতো চট্টগ্রামপ্রেমী মানুষ আর হবে না। চট্টগ্রামের উন্নয়নের জন্য তিনি আজীবন নব নব ভাবনার বিস্তার ও বাস্তবায়ন করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনকে তিনি রোল মডেল হিসাবে দাঁড় করিয়ে গেছেন। তার দেখানো পথ ধরে এগুলেই নগর উন্নয়ন সম্ভব।
এদিকে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বুধবার বিকাল সাড়ে ৫টায় নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বিজয় দিবস উদযাপন পরিষদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন।
এছাড়া সন্ধ্যায় সদরঘাট থানা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, মরহুম জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিশেষ তত্ত্বাবধানে চট্টগ্রামে শুরু হওয়া বিজয় উৎসব এখন দেশের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দেশের এমন কোনো জেলা-উপজেলা নেই যেখানে বিজয়ের মাস ডিসেম্বরে বিজয়মেলা ও উৎসব হয় না। এতে দেশের তরুণ প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের জাতীয় ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার