নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় মো. সেকান্দার (৬৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে ফ্লাইওভারের মুরাদপুর অংশে এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সেকান্দার নগরের পুরাতন চাঁদগাও থানার মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত চারজনও একই এলাকার বাসিন্দা। তারা হলেন- মৌলভী পুকুরপাড় এলাকার আবু তাহেরের ছেলে আবু তৈয়ব (৪০) ও আবু সৈয়দ (২১), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মোরশেদ (৩৫) ও মো. রাশেদুল (২১)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে একই পরিবারের চার ব্যক্তি তাদের পরিচিত অটোরিকশা চালক সেকান্দারকে নিয়ে পারিবারিক কাজে বেরিয়েছিলেন।
সিএনজি অটোরিকশাটি এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে দিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে ওঠার সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। অপর চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর