দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন এবং লিয়াকত আলী।
একই সাথে সতর্ক করা হয়েছে সদস্য মজিবুর রহমানকে। আজ রবিবার তাদের বহিষ্কার করা হয়।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একজনকে সতর্ক করা হয়েছে।’
প্রসঙ্গত, দক্ষিণ জেলা বিএনপি’র ৯ ইউনিটে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জড়িয়ে পড়েন শীর্ষ নেতারা। পরে তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন অনৈতিক লেনদেনের মাধ্যমে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণের আহ্বায়ক আবু সুফিয়ান এবং সদস্য সচিব মোস্তাক আহমদ অযোগ্যদের কমিটিতে স্থান দিয়েছেন।
এ সময় তারা বিভিন্ন উপজেলায় পাল্টা কমিটি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর