চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাকদ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটকৃতরা হলো ফেনী জেলার সদর এলাকার মো হারুনের ছেলে মো. হারিছ উদ্দিন প্রকাশ বাবু (২৫) ও আব্দুল মান্নানের ছেলে শাহরুখ খান প্রকাশ নিশাত (২০)।
সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, আটক দুইজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার