চট্টগ্রাম অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আনু মিয়া ওরফে আনোয়ার, ইমরানুল হক এবং মো সৈয়দ। সোমবার বিকেলে জেলার লোহাগাড়ার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় আনু মিয়া এবং ইমরানুল হক নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। একই এলাকায় অপর একটি অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. সৈয়দ নামে একজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার