চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাকিব এবং বিল্লাল মিয়া। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ অভিযান চালায় লোহাগাড়া থানা পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, সোমবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রাকিব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি ক্যাভার্ড ভ্যান জব্দ করা হয়।
একই এলাকায় অপর একটি অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ বিল্লাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর