আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিরুদ্ধে ফের আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এসেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত নাগরিক ঐক্য পরিষদ।
চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে নাগরিক ঐক্যের ব্যানারে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নেবে কমিশন।’
জানা যায়, মঙ্গলবার বিকেলে নাগরিক ঐক্যের আহবায়ক একরামুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। তারা লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোটর সাইকেল ও মোটর গাড়ি নিয়ে শোভাযাত্রা করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছে।
তিন দিন ধরে তারা আচরণ বিধি ভঙ্গ করলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত নানান প্রতিবেদনও যুক্ত করা হয় লিখিত অভিযোগের সাথে।
বিডি প্রতিদিন/আবু জাফর