নগরীর স্বজন সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে আমি সব সময় জনগণকে নিয়ে মাঠে ছিলাম। উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তুলতে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
চট্টগ্রামের মানুষের দেখভাল করার জন্য তিনি আমার উপর আস্থা রেখে দায়িত্ব দিতে চান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করতে তিনি আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ব্যবসা বান্ধব মহানগরী গড়ে তুলব ইনশাল্লাহ।
মঙ্গলবার দুপুরে তিনি নির্বাচনী গণসংযোগে বের হয়ে নগরীর বহদ্দারহাটস্থ স্বজন সুপার মার্কেটে এলাকার ব্যবসায়ীদের সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি বলেন, আমি আগেও জনগণকে নিয়ে রাজপথে এসবের বিরুদ্ধে ছিলাম। মেয়র হয়ে রাজপথ ও প্রশাসনিক দপ্তরের শক্তি দিয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম করা অসম্ভব কিছু নয়। এছাড়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, মশক নিধন, বর্জ্য অপসারণ, যানজট, জলাবদ্ধতা, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত অন্যান্য সকল নাগরিক সমস্যা যা আছে তা সকল শ্রেণির প্রতিনিধির পরামর্শক্রমে সমম্বিত পরিকল্পনা নিয়ে আমি জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের চট্টগ্রাম গড়তে কাজ করব।
এদিন বিকেলে নগরীর পশ্চিম ষোলশহর, শুলক বহর ও চকবাজার ওয়ার্ডে গণসংযোগ করে ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। গণসংযোগকালে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশ-জাতি ও চট্টগ্রামের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত আমি। বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে প্রাণ পণ রেখে হানাদারের বিরুদ্ধে লড়াই করেছি। বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন কি করে মানুষকে ভালবাসতে হয়, কি করে মানুষের কল্যাণ করতে হয়।
এ সময় মেয়র প্রার্থীর সাথে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, কাউন্সিলর প্রার্থী মোবারক আলী, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দীকি, মোহাম্মদ শাহজাহান সুফি, ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক আবুল মনসুর সিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর