উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। বুধবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের হালদা নদীর অংশে অভিযান পরিচালিত হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমীন বলেন, হালদা নদী উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষ্যে এ নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়। বর্তমানে নদীটির একটি বিধিবদ্ধ কর্তৃপক্ষ তৈরি হচ্ছে। এর পরও দেশের একমাত্র একক নদীটির ওপর মাছ শিকারিদের দৃষ্টি থামছেই না। অথচ নিয়মিত অভিযানও চলছে। অভিযান পরিচালনা করে এক হাজার মিটার জাল জব্দ করা হয়। হালদার মা মাছ ও ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার