বিট পুলিশিং কার্যক্রম ও জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ আরো গতিশীল করতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র পাঁচলাইশ থানায় এবার যুক্ত করা হয়েছে মোটর বাইক সেবা। বুধবার এ কার্যক্রমের উদ্ধোধন করে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সিএমপি’র উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক’র সভাপতিত্বে এতে বক্তব্য উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, এসএম মোস্তাক আহমেদ খানসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।
উপ-কমিশনার বিজয় বসাক বলেন, ‘দ্রুত সেবা নিশ্চিত করতে পুলিশের বাইক সেবা চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে আগের চেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছাতে পারবে। একই সাথে আগাম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রাথমিক ভাবে সিএমপি’র পাঁচলাইশ জোনে এ সেবা চালু হলেও ধীরে ধীরে উত্তর জোনের অন্যান্য থানায় এ সেবা যুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার