১৪ জানুয়ারি, ২০২১ ১৯:১২

হালদা নদী থেকে দুই দিনে পাঁচ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হালদা নদী থেকে দুই দিনে পাঁচ হাজার মিটার জাল জব্দ

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র এবং ডলফিন রক্ষায় টানা দুইদিন অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ধলই, ফরহাদাবাদ এবং গুমানমর্দন ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।        

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গত বুধবার ও বৃহস্পতিবার হাটহাজারীর ধলই, ফরহাদাবাদ এবং গুমানমর্দন ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন স্থান থেকে দুই দিনে প্রায় পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। জীববৈচিত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’ 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর