১৬ জানুয়ারি, ২০২১ ২০:০৩
চসিক নির্বাচন

কাউন্সিলর প্রার্থীদের দলীয় পরিচিতি সম্বলিত প্রচারপত্র সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাউন্সিলর প্রার্থীদের দলীয় পরিচিতি সম্বলিত প্রচারপত্র সরানোর নির্দেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মনোনয়নের পরিচিতি সম্বলিত পোস্টার, ব্যানার ও লিফলেট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশনা দেন।

চসিক নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে কোতোয়ালি এলাকার ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় বেশিরভাগ কাউন্সিলর পোস্টার, ব্যানার ও লিফলেটে নিজেদের দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এটি কাউন্সিলরদের জন্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। কারণ কাউন্সিলর দলীয়ভাবে মনোনীত নয়।

এ ব্যাপারে পোস্টার, ব্যানার, লিফলেট সরিয়ে ফেলতে প্রার্থীদের নির্বাচনী অফিস থেকে চিঠির মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে। গত দুই দিন সকলের সঙ্গে যোগাযোগ করে লিফলেট সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আচরণবিধি না মানলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর