১৭ জানুয়ারি, ২০২১ ১৬:৫৭

ফটিকছড়িতে সনাতন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফটিকছড়িতে সনাতন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

একদিকে মহামারি করোনা, অন্যদিকে তীব্র শীতে কষ্ট পাচ্ছে সুবিধাবঞ্চিত চা বাগানের মানুষেরা। এবার তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সনাতন সংগঠন। চট্টগ্রামের ফটিকছড়ি ভুজপুর নিউ দাঁতমারা চা বাগানে শতাধিক শ্রমিকদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে সনাতন সংগঠন। 

আজ চা বাগানের দুর্গা মন্দিরের মাঠে শ্যামল কর্মকারের সভাপতিত্বে অনুপম ভট্টাচার্যের সঞ্চালনায় অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ সনাতন কর্মী, সুমন বণিক, 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মিহির, রূপন দাশ, রূপক দে, মৃদুল কর্মকার,
স্বাগত বক্তব্য রাখেন মাস্টার পার্থ ঘোষ, মাস্টার কৃষ্ণ শীল, বাবু নিরঞ্জন নাথ মন্টু প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতি বছর সনাতন সংগঠন সুবিধা-বঞ্চিত মানুষদের নিয়ে শীত উৎসবের আয়োজন করে থাকে। এবছর করোনার কারণে শীত উৎসব নয় শীতের সুরক্ষার দিকটি বিবেচনায় রেখে মানুষের মাঝে শীতের কম্বল, মাস্ক এবং সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন পরিচালনা করেছে।

উপস্থিত ছিলেন রুপম ভট্টাচার্য, শ্রী বাসব কুমার দাশ, সুমন কুমার দে, অমল কান্তি, সুমন চক্রবর্তী, প্রণজিৎ সেন, পলাশ ঘোষ, রতন বাগদী, অপু কুর্মী, রনি দে, পলাশ গুহ, রিকাশ শীল, প্রভাষ গুহ, সৈকত কুর্মী রুবেল, নন্দনসহ ফটিকছিড়ি সনাতন ইউনিটের সকল সদস্যবৃন্দ।

বিডি প্রতিদিন/দিদারুল আলম/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর