বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেশের ৬৪টি জেলার ৬৮টি ইউনিটের ডেলিগেটদের ভোটে নির্বাচনের মাধ্যমে হয়ে গঠিত হলো ব্যবস্থাপনা পর্ষদ।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন এ ব্যবস্থাপনা পরিষদ গঠিত হয়।
নতুন এ ব্যবস্থাপনা পর্ষদে চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ডেলিগেট আবদুস ছালাম প্রথমবারের মত ট্রেজারার এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ডেলিগেট ডা. শেখ শফিউল আজম চতুর্থবারের মত ব্যবস্থাপনা পরিষদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সোসাইটির নির্বাচিত এই ব্যবস্থপনা পরিষদ ২০২১-২০২৩ মেয়াদের তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন