চট্টগ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন মো. হানিফ নামে এক যুবক। একই ঘটনায় আহত হয়েছেন হানিফের বড় ভাই মো. অনিক।
সোমবার বিকেলে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, হানিফের পরিবারের সাথে স্থানীয় আরেকটা পরিবারের পূর্ব বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে সোমবার বিকেলে তরুণ সংঘ মাঠে হানিফের উপর হামলা চালায় তারা। এ সময় তাকে রক্ষা করতে এসে মারাত্মক ভাবে আহত হন তার বড় ভাই অনিক। আহত দুই ভাইকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হানিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন