চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে পঙ্কজ তালুকদার (৩২) নামের এক যুবক পেটে গুলিবিদ্ধ হয়েছিল। সেই যুবক গত সোমবার দিবাগর রাত প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, চমেক হাসপাতালে পঙ্কজ তালুকদার নামের এক যুবক ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ২০ নম্বর আইসিওতে ভর্তি রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে কোথায় গুলিবিদ্ধ হয়েছেন, সেটি তদন্ত চলছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ তালুকদার। সেখানেই গত ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গত সোমবার দিবাগত রাতে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এএম