চট্টগ্রাম নগরীর হালিশহর গোডাউন বাজারের একটি বিপণি কেন্দ্রে প্রায় অর্ধশতাধিক দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের দুটি ষ্টেশনের ৯টি গাড়ি কাজ করেছে। এই আগুন ও ধোঁয়ার মাত্রা দেখে এলাকা বা আশপাশের লোকজন আতংকের মধ্যে ছিল। পরে আগুনের নিয়ন্ত্র আনা হলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে গোডাউন বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৭টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করেছে। আগুনে একটি বিপণি কেন্দ্রের সেমিপাকা ৪৬টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এই অগ্নিকান্ডের ঘটনায় ২২টি কাপড়ের, ১০টি সবজির, ৮টি মুদির, ২টি জুতার, ২টি প্রসাধনীর, ১টি কুলিংকর্নার, ১টি চায়ের দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় কেউ কেউ দোকানের আংশিক পণ্যসামগ্রী সরাতে পারলেও অনেকে কিছুই বের করতে পারেননি। জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে তাদের পুঁজি আর স্বপ্ন।
বিডি প্রতিদিন/এএম