দুই শিক্ষাবর্ষের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির জের ধরেই চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা হলো- মো. ফজলে রাব্বি (১৭), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), বাপ্পারাজ তালুকদার। এরই মধ্যে ফয়েজ উদ্দিন এবং মাইদুল হাসানের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক উল্লাহ। তিনি বলেন টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারির ঘটনায় ১০ জন চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। কী নিয়ে এ ঘটনা তা জানা যায়নি।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ছোট একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটের ৭ম পর্বের সিনিয়রদের ৫ পর্বের জুনিয়ররা সম্মান না করায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জেরে রাত ১টার দিকে ৫ম পর্বের জুনিয়ররা সিনিয়রদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১০ জন আহত হয়। পরে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম