চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের দাতারাম সড়ক সংলগ্ন এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করায় সুকুমার রায় নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে এ জরিমানা করা হয়। এ সময় পুকুর ভরাটকাজে নিয়োজিত বালু ভর্তি ট্রাকটি আটক করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
শাহিদুল আলম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘন করে পুকুর ভরাট করায় সুকুমার রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া মাটি ভরাট কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম