চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লেলাং ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. সফি নামে ১ জনের মৃত্যু হয়েছে। সহিংসতায় এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে উপজেলার লেলাং ইউপির ৮ নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র মোরগ প্রতীকের প্রার্থী জামাল পাশা ও ফুটবল প্রতীকের প্রার্থী মুরাদের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে স্থানীয় আনন্দ বাজার এলাকার ব্যবসায়ী মো. শফিসহ ৯ জন গুরুতর আহত হয়।
পরে শফিকে স্থানীয় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত শফি কার সমর্থক ছিলেন তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘নিহত ব্যক্তির বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ভাঙা কাচের টুকরো পাওয়া গেছে।’ বিষয়টি নিয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন গণমাধ্যমকে জানান, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা থেকে হতাহতের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক