ওরা দুই বোন। নগরীতে বাসা ভাড়া করে, তাতেই গড়ে তুলেন দেশীয় চোলাই মদ তৈরির কারখানা। কয়েক মাস ওই কারখানায় চোলাই মদ তৈরি করে নগরীর বিভিন্ন জায়গায় সরবারহ করলেও অবশেষে মাদক তৈরির ডেরায় হানায় দিয়েছে পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় দুই বোন লাকি আকতার এবং মনোয়ারা খাতুনকে।
অভিযানে তাদের মাদক কারখানা থেকে চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম, খালি স্যালাইনের প্যাকেট এবং আতপ চাল জব্দ করা হয়। শনিবার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, দুই বোন বাসা ভাড়া নিয়ে দেশীয় চোলাই মদ তৈরির কারখানা গড়ে তুলেছিল। গত কয়েক মাস ধরে এ কারখানায় দেশীয় মাদক তৈরি করে বিভিন্ন জায়গায় সরবারহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মদ তৈরির সরঞ্জাম ও স্যালাইনের প্যাকেট ভর্তি চোলাই মদ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘অতীতে নগরী থেকে কারখানা সন্ধান পেলেও নারীদের পরিচালিত মদের কারখানা প্রথম। তারা কিভাবে মাদক তৈরির প্রশিক্ষণ নিয়েছে এবং কারা তাদের ক্রেতা তা বের করতে তাদের রিমান্ড আবেদন করা হয়েছে'।
বিডি প্রতিদিন/এএম