ইয়াবাসহ গ্রেফতার হওয়া রোহিঙ্গা নাগরিক মো. রফিককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন। রবিবার এ আদেশ দেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত।
আদালত সূত্রে জানা যায়, মাদক মামলার অভিযোগ প্রমাণীত হওয়ায় রোহিঙ্গা নাগরিক মো. রফিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদেশ দেন আদালত। জরিমান অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে রফিক আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়ারি কোতোয়ালী থানার লালদিঘীর এলাকা থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন রফিক। ২০২০ সালের ৩ নভেম্বর এ মামলার চার্জ গঠন করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম