চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি ধর্ষণ মামলায় সাজু দাশ (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ হয়েছে। রায়ের সময় ট্রাইব্যুনালে আসামি উপস্থিত ছিলেন।
রবিবার বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালত এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের পাশ থেকে এক তরুণীকে তুলে নিয়ে মেডিক্যাল কলেজের ডেন্টালের ভবনের পাশে তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি ধর্ষণের মামলা হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাজু দাশ ধর্ষণের বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেন। সাজু দাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মচারী ছিলেন।
মামলায় অন্য দুই আসামিকে ট্রাইব্যুনাল খালাস দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন