চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মাদকের মামলায় মো. রিয়াজ (২৫) নামে এক আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি রিয়াজ কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া আমির আহমেদ ঘোনা এলাকার আলী জোহার ছেলে।
সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
তিনি বলেন, মাদক মামলায় ৫ বছর সশ্রম কারাদন্ডের পাশাপাশি আরো ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক।
আদালত সূত্রে আরো জানা যায়, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সকালে ফিরিঙ্গী বাজার এলাকা থেকে মো. রিয়াজকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা অফিসের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/এএম