পুলিশ হাবিলদার মো. ইদ্রিস মিয়া হত্যা মামলায় জাকের হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ সদস্য ইদ্রিস মিয়া হত্যা মামলায় জাকের নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। অভিযোগ প্রমানীত না হওয়ায় এ মামলায় সাতজনকে খালাস দেয়া হয়েছে।
প্রসঙ্গত, নোয়াখালী জেলা পুলিশ লাইনের হাবিলদার মো.ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৮ ডিসেম্বর ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হন। এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় আদালতে ২১ জনের সাক্ষ্যগ্রহণ রায় প্রদান করেন আদালত।
বিডি প্রতিদিন/এএম