বিভিন্ন গাড়ির কাগজপত্র ঠিক না থাকা, ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও বাড়তি ভাড়া আদায়সহ নানা অপরাধে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩টি সিএনজি ও ২০টি বাসকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ২৭টি। নগরীর চান্দগাঁও, বহদ্দারহাট, সিটি গেট, বায়েজিদ ও বালুছড়া এলাকায় অভিযান চালানো হয়।
সোমবার সকাল থেকেই উক্ত এলাকাগুলোতে অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা ও শাহরিয়ার মোক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মোক্তার বলেন, নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাস ও সিএনজিকে ২৭টি মামলা করা হয়। এর বিপরীতে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভাড়া চার্ট প্রদর্শন না করা ও অতিরিক্তি ভাড়া নেওয়া ও গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় এ জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম