চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (সিআইএমসিএইচ) এরএমবিবিএস তৃতীয় ব্যাচের ৪০ ইন্টার্ন চিকিৎসক রোগীর সেবায় ব্রত এবং মানবিকতা নিয়ে কাজ করার শপথ গ্রহণ করে কাজে যোগ দিয়েছেন। কলেজ সেমিনার হলে ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ শপথ অনুষ্ঠিত হয়। এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসব চিকিৎসক শপথের মাধ্যমে তাদের ইন্টার্নশিপ শুরু করেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আমির হোসেন এবং বিশেষ অতিথি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ। ইন্টার্ন কো-অর্ডিনেটর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোখলেসুর রহমান, গাইনি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মুসলিনা আকতার, সিআইএমসিএইচএর উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. আমির হোসেন বলেন, আজ যারা ইন্টার্ন চিকিৎসক হিসাবে যোগ দিচ্ছেন, আশা করব তারা কর্মজীবনে নিজের মেধাকে বিকাশ করবেন। আর চিকিৎসকদের মেধা ও মননকে বিকশিত করার ক্ষেত্র হল রোগী এবং রোগ নিয়ে গবেষণা। তাই কামনা করি, আগামীতে দুটি বিষয়ই আপনারা চর্চা করবেন।
প্রসঙ্গত, উল্লেখ্য যে কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে প্রায় নির্ধারিত সময়ের আট মাস পর তাদের চূড়ান্ত পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর কম সময়ের মধ্যেই ৪০ জন চিকিৎসক একযোগে ইন্টার্নশিপে যোগদান করেন।
বিডি প্রতিদিন/এএম